মারুফ আহমেদ:
কুষ্টিয়া টু গাংনী মেহেরপুর এই রাস্তাটি ছিল টু লেন বিশিষ্ট রাস্তা।আওয়ামীলীগ সরকারের আমলে এই রাস্তাটি ফোর লেন বিশিষ্ট রাস্তা হিসেব বাজেট ও টেন্ডার পাশ হয়। রাস্তা চলমান অবস্থায় আওয়ামীলীগ সরকারের পতন হলে রাস্তাটির কাজ কয়েক মাস স্থগিত ছিল। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কেউ কখনও আাশা করেনি এই রাস্তার কাজ পুনরায় চালু হবে। মাঝখানে এই রাস্তায় চলাচলে মানুষের বেশ অসুবিধা লক্ষ্য করা গেছে। টু লেন থেকে ফোর লেন হওয়ায় রাস্তাটি এখন মানসম্মত ও
প্রশস্ততা বিস্তার লাভ করেছে।
যা কিনা একটি ডিজিটাল দেশ গড়ার প্রত্যয়। ফোর লেন রাস্তায় যানবাহন চলাচলে জ্যাম ও দূর্ঘটনা থেকে অনেকটাই স্বস্তি পাবে সাধারণ জনগণ। বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা হোক ফোর লেন ও এইট লেন বিশিষ্ট এটাই প্রত্যাশা সাধারণ মানুষের। আর মিরপুরে ফোর লেন বিশিষ্ট রাস্তা হওয়ায় ভবিষ্যতে চলাচলের সুফল ভোগ করবে বলে আনন্দিত মিরপুর এলাকাবাসী।