দেশের চিত্র ডেস্ক:
ফুলেরা ফুটেছে হাসি মুখে, বাড়ছে ভ্রমরের গুঞ্জন, পাখিরাও গাইছে নতুন সুরে, জানাতে তোমায় শুভ জন্ম দিনের শুভেচ্ছা। আজকের এই রাত তোমার জন্য ডেকে আনুক সুখময় নতুন এক প্রভাত, আজকের এই দিন তোমার জন্য হোক কষ্টহীন, আজকের এই সময়টা শুধু তোমার জন্য আর তো কারো নয় জানায় শুভ জন্মদিন, তোমার জন্যে আজ পৃথিবীটা হয়ে যাক রঙিন!
আজ ১লা অক্টোবর ২০২৪ইং তাং রোজ মঙ্গলবার পৃথিবীর সবচাইতে দুষ্টু এবং কিউট পাখিটার শুভ জন্মদিন। এই ছোট্ট পাখিটার নাম মোছাঃ মাহিমা আক্তার । সে দৈনিক সময়ের দিগন্ত ও দৈনিক দেশের চিত্র পত্রিকার সাংবাদিক মনিরুল ইসলাম এর বড় কন্যা সন্তান। তার জন্মদিনে সকলের কাছে দোয়া চেয়ে ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন মোছাঃ মাহিমা আক্তারের আব্বু, আম্মু, দাদা, দাদি, নানা, নানি, ফুপি, চাচা, চাচি, বোন সহ আন্তীয় স্বজন।
সম্পাদক ও প্রকাশক: মো: আজাদ হোসেন, নির্বাহী সম্পাদক- সুজন মাহমুদ, কার্যালয়: বি,আই,ডি,সি, বাজার, জগতি, কুষ্টিয়া ৭০০২, সম্পাদক : ০১৭১১-২৭৭ ৬৫৩, নির্বাহী সম্পাদক - ০১৭১১- ৩৫৬ ২৯৬.