জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার উখিয়া ২৬ মার্চ ২০২৫ইং রাত পৌনে ৮টারদিকে উখিয়া ব্যাটালিয়ন ( ৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহলদল পালংখালী বিওপি হতে আনুমানিক ৩ কিঃমিঃ গজ উত্তর পশ্চিম দিকে, বিপি-১৯ হতে আনুমানিক ২ কিঃমিঃ দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে ০৫ নং পালংখালী ইউনিয়নস্থ উখিয়া থানাধীন লেদা বাজার এলাকায় টহল কার্যক্রম
পরিচালনাকালে সন্দেহজনক একটি ইজিবাইকে মদক চোরাকারবারী আগমনের সংবাদ পাওয়া যায়। এসময়, বিশেষ টহলদল চোরাবারবারীদের দিকে অগ্রসর হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও টহল দল বুদ্ধিদীপ্ত কৌশলে মোঃ অব্দুল হক, পিতা- মৃত হাজী আব্দুল ছালাম, গ্রাম- থাইংখালী জামতলা, পোঃ বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজারকে আটক করে।
পরবর্তীতে, টহল দল আটককৃত ইজিবাইক বিশদ তল্লাশী করে একপর্যায়ে দেখতে পায় যে, চালকের পায়ের কাছে কৌশলে একটি ড্রয়ারের মত স্থানে ৩ কার্ট ইয়াবা ট্যাবলেট, যার প্রতি কার্টে ০৫টি পলিব্যাগে ২০০০ পিস করে মোট ৩০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার মাধ্যমে আটক করে। আইন প্রয়োগকারী সংস্থার নিকট হস্তান্তরের জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।
এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জসিম উদ্দিন (পিএসসি) জানান, থানায় নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে আটককৃত আসামী, ইজিবাইক এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।