ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে মার্কিন নারীকে শ্লীলতাহানি অভিযুক্ত যুবক গ্রেপ্তার

azad
মার্চ ১১, ২০২৫ ৫:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারে একটি আন্তর্জাতিক সংস্থায় কর্মরত মার্কিন নারীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে হিলডাউন সার্কিট হাউসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার মাত্র সাড়ে ছয় ঘণ্টার মধ্যেই অভিযুক্ত তারেকুল ইসলাম (২৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত যুবক ‘চুইল্যা তারেক’ নামে পরিচিত এবং তার বিরুদ্ধে আগেও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।কক্সবাজার থাকার জায়গা কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী জানান, ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তারেকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ভুক্তভোগী মার্কিন নারী এক ক্ষুদে বার্তায় পুলিশ সুপারকে পুরো ঘটনার বিবরণ দেন। বার্তায় তিনি জানান, সকাল ১০টার দিকে তিনি ও আরও এক নারী শহরের শহীদ সরণি দিয়ে হাঁটছিলেন। এ সময় তারা লক্ষ্য করেন, এক যুবক তাদের অনুসরণ করছে। বিষয়টি বুঝতে পেরে তারা হিলডাউন সার্কিট হাউসের সামনে দাঁড়িয়ে পড়েন। এ সময় যুবকটি তাদের সঙ্গে কথা বলা শুরু করে এবং হঠাৎ পেছন থেকে ঝাঁপটে ধরে ভুক্তভোগী নারীর স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে দ্রুত পালিয়ে যায়।

ক্ষুদে বার্তায় মার্কিন নারী অভিযুক্ত যুবকের শারীরিক বর্ণনাও দেন। তিনি জানান, ছেলেটি খাটো এবং হলুদ রঙের টি-শার্ট পরা ছিল। পুলিশ দ্রুততার সঙ্গে অভিযান চালিয়ে মাত্র সাড়ে ছয় ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে ভুক্তভোগী নারীও তাকে শনাক্ত করেন।

অভিযুক্ত তারেকুল ইসলাম কক্সবাজার শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে আগেও কক্সবাজার মডেল থানায় শ্লীলতাহানির মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।