ঢাকাশনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভ্রমণ

azad
ডিসেম্বর ২১, ২০২৪ ১০:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সামরুজ্জামান (সামুন):

“প্রাণের উল্লাসে আজি হৃদয় দুয়ার খুলি, এসো বন্ধু সবে হাতে হাত রেখে চলি” এই শ্লোগানকে সামনে রেখে কুষ্টিয়া জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোহিনী মোহন বিদ্যাপীঠের এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুত্বের বাঁধন ধরে রাখার জন্য গঠন করেছে কুষ্টিয়া এসএসসি ৯৯ ব্যাচ নামে একটি সংগঠন। এরই ধারাবাহিকতায় (২০ ডিসেম্বর-২৪) শুক্রবারে রাজশাহী শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় কুষ্টিয়া মোহিনী মোহন বিদ্যাপীঠের এসএসসি ৯৯ ব্যাচের আয়োজনে হয়ে গেল বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভ্রমণ।

আর এটিকে স্মরণীয় করতে ৯৯ কুষ্টিয়ার বন্ধুরা আয়োজন করল স্মরণীয় বনভোজন। জলে-জঙ্গলে ঘুরে বেড়িয়েছে বন্ধুরা। হাসি ঠাট্টায় মাতোয়ারা তারা। আজ যে নেই কোন বাঁধা, নেই কোন শাষন বারণ। তাইতো তারা ফিরে গেল সেই স্কুল জীবনে। খানিকটা সময় যেন তারা স্বপ্নের বিভোর। খানা-পিনা, গল্প-আড্ডায় সময় পার। অন্য দিনের চেয়ে দিনটি আলাদা বলে সেই কাঁক ডাকা ভোরে ঘুম থেকে উঠে সবাই হাজির কুষ্টিয়া বাউল সম্রাট ফকির লালন শাহের মাঠ প্রাঙ্গনে। কিছু সেলফি আর গ্রুপ ছবি দিয়ে শুরু বন্ধুদের যাত্রা। একটি বাসে অর্ধশত বন্ধু নিয়ে হাজির রাজশাহী শহীদ এ. এইচ. এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আত্মহারা বিলাসী বন্ধুরা। সবুজে ঘেরা অভিরাম প্রাকৃতিক সৌন্দর্য্যের নীলাভূমির উদ্যান ও চিড়িয়াখানায় দৌড়া-দৌড়ি, সেলফিবাজি, আর গানে গানে তাদের সময় কাটে আনন্দে। স্কুল-জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকবার ঝালাই করে নেওয়ার সুযোগ মেলে এই আয়োজনে। এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীরা বিভিন্ন জন নানা পেশায় চলে গেছেন, তাদের মধ্যে রয়েছে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, কবি, পুলিশ, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক ও ব্যবসায়ী। কেউবা প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন এক, সেটা হলো ‘আমরা স্কুল বন্ধু’।

৯৯ ব্যাচের বন্ধু সামুন বলেন, এটাকেই বলে ৯৯ শক্তি। ৯৯ মানেই বন্ধু জন্য বন্ধুর ভালোবাসা। বর্তমানে আমরা অনেকটা যান্ত্রিক জীবন-যাপন করে থাকি। সব-সময় আবেগগুলো চেপে রাখতে রাখতে আমাদের মধ্যে আবেগ প্রায় হারিয়েই যেতে বসেছে। কিন্তু বন্ধুর কল্যাণে আমাদের মধ্যে এখনও মানুষসত্ত্বা বেঁচে আছে। বন্ধুই একমাত্র মানুষ, যার সামনে মন খুলে আমরা আবেগ প্রকাশ করতে পারি। বন্ধু আসাদ ও জনি বলেন, আজীবন ‘বন্ধুত্ব’ থেকে যায় স্কুলের বন্ধুদের সঙ্গেই! কারণ ভালোবাসতে শেখা কিংবা স্বপ্নের জাল বোনা শুরু হয় সেই স্কুল থেকেই। শিশু থেকে কিশোর- ছেলেবেলার স্মৃতি হয়ে দাঁড়িয়ে থাকে ওই স্কুলবাড়িটাই। ওখান থেকেই প্রথম শেখা বন্ধুত্বের সংজ্ঞা। জীবনের প্রথম বন্ধুও তৈরি হয় সেখানেই

সেখানে বন্ধু ৯৯ ব্যাচের সুমন সম্মাননা ক্রেস্টে
লোগোকে ঘীরে লাভ চিহ্ন ছবি তুলে তার ওয়ালে পোস্ট দিয়ে লিখে বন্ধুদের ভালোবাসা। দুপুরে আর খাওয়া-দাওয়া শেষে বন্ধুরা হাজির বিভিন্ন দর্শনীয় স্পটে। সেখানেও বন্ধুদের চলে অবিরাম খোঁজ গল্প আর খেলাধুলা। ৩৮/৪০ বছরের যুবকদের অনুভূতি ১৫/১৬ বছরের কিশোরের মত। তাদের বাঁধভাঙ্গা উচ্ছাসটি ছিল হাইস্কুল জীবনের লেইজার প্রিয়ডের সময়টুকু। মাগরিবের আযান পড়ে গেছে বাড়ি ফেরারপালা। সবাইকে একটি করে সম্মাননা ক্রেস্ট ও ব্যাগ উপহারের পাশাপাশি র‍্যাফেল ড্র এর পুরস্কার প্রদানের মাধ্যমে ইতি এসএসসি ৯৯ কুষ্টিয়ার বন্ধুদের ২০২৪ সালের বন্ধুদের মিলনমেলা ও আনন্দ ভ্রমণ।

বন্ধুদেরকে সব একত্রে করে এই ধরনের একটি সুন্দর অনাবিল পরিবেশে মনোমুগ্ধকর আয়োজনের জন্য বন্ধু জনি, আসাদ, সবুজ’ গোলজার, মিন্টু, সাইফুল ইসলাম’সহ এডমিন প্যানেলের সকল বন্ধুদের ধন্যবাদ জানানো হয়। সুন্দর আয়োজনের মাধ্যমে ক্ষনিকের জন্য স্বপ্নের রাজ্যে হারিয়ে দিতে সহায়তা করায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্ধু সামুন, হামিদ, তিতাস, সুমন, সাগর, রাশিদুল, আলী আজম, শাওন, দেলোয়ার, ঠান্টু, জিয়া, আকরাম, সোহেল রানা, সোহাগ, শরিফুল, কাকন, নান্টু, রেজাউল, আরজু, বাবু, রমজান, আনন্দ সাঁও, মনিরুল, মানিক, বাবু, রাজ্জাক, বকুল, শাহিন, সিদ্দিক আশরাফুল, রুহুল আজম, হাসানুজ্জামান ও কেরামত’সহ উপস্থিত সকল বন্ধুরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।