মোঃমামুন বিশ্বাস-মিরপুর প্রতিনিধি :-
কুষ্টিয়ায় পানিতে ডুবে ওহিদ (১২) নামের শিশু মৃত্যু হয়েছে। নিহত শিশু মিরপুর উপজেলার মির্জানগর গ্রামের আশিকুর রহমানের ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, শিশুপুত্র ওহিদ বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। তার কিছুক্ষণ পর ছেলের উপস্থিতি না পেয়ে তার মা খোঁজাখুঁজির এক পর্যায়ে ডোবার পাশে গিয়ে একটি গামছা পড়ে থাকতে দেখেন।
ছেলে ডুবে যাওয়ার আতঙ্কে মা চিৎকার দিয়ে পানিতে নামলে তাকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। এসময় স্থানীয়দের মাধ্যমে শিশুকে বাঁচাতে বিভিন্ন ভাবে উপায় অবলম্বন করে এবং দ্রুত কুষ্টিয়া ২৫০ শষ্য জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।