দেশের চিত্র ডেস্ক :
কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মো: ফজলুর রহমান (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা বাজার হতে মাদক কারবারি ফজলুর রহমানকে আটক করা হয়েছে। আটককৃত ফজলুর রহমান উপজেলার পোড়াদহ বড় আইলচারা জোয়াদ্দারপাড়া এলাকার মো: নিয়ামত শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৫ মার্চ) কুষ্টিয়া সদর থানাধীন আইলচারা বাজার হতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিদর্শক মো: রাসেল কবীর সঙ্গীয় ফোর্সসহ ফজলুর রহমানের দেহ তল্লাশী করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। পরবর্তীতে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সনের ৩৬ (১) সারনির ২৯(ক) তে কুষ্টিয়া মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে যার নং ২৪, তারিখ- ২৫/০৩/২০২৫।
এ বিষয়ে পরিদর্শক মো: আবুল কালাম আজাদ জানান, মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে এমন অভিযান চলমান থাকবে।