মোঃ রবিউল ইসলাম হৃদয় :
কুষ্টিয়ার দৌলতপুরে সেনাবাহিনীর অভিযানে ১টি বিদেশী অস্ত্র ও ২ রাউন্ড গুলিসহ মেহেদী ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) ভোর রাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী । গ্রেফতারকৃত মেহেদী ইসলাম মথুরাপুর বাগোয়ান হিসনা পাড়া এলাকার মৃত মসলেম সর্দারের ছেলে।
শনিবার দুপুরে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধারবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার মথুরাপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মেহেদী ইসলামের বাড়ি থেকে ১টি বিদেশী অস্ত্র ও ২ রাউন্ড পিস্তল এ্যামোনিশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী ইসলাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, সেনাবাহিনীর অভিযানে ১জনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।