মোঃ মেহেদী হাসান, ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি:
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায়‘দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছেন তৌহিদ জনতা।সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টার দিকে ভাঙ্গুড়া সরকারি হাজী জামাল উদ্দিন কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় স্থানীয়রা তাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।এ সময় উপজেলা শিবিরের সভাপতি মো. আবু হুরায়রা বলেন, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসেবে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদ জানানো উচিত। ইসরায়েল একটি অভিশপ্ত দেশ। যারা নিরীহ মুসলিমদের ওপর হামলা চালিয়ে আসছে।
বিক্ষোভ মিছিল থেকে ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। শেষে মিছিল সংক্ষিপ্ত বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল অংশ নেন উপজেলা খেলাফত মজলিসের যুব বিভাগের পৌর সভাপতি মুফতি মো.আবদুল্লাহ, জামায়াতের যুব বিভাগের সভাপতি মো. সাদিক, উলামা পরিষদ পাবনা জেলার সাংগঠনিক সম্পাদক মো. নুরুজ্জামান নোমানী, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল হাই নমিনি, মডেল মসজিদের ইমাম মাওলানা আমিনুল হক মিয়াজী।
অনুষ্ঠান শেষে দোয়া করবেন খেলাফত মজলিস ভাঙ্গুড়া উপজেলা শাখার আমির মুফতি জয়নুল আবেদীন। উপজেলার বিভিন্ন স্থানে এ বিক্ষোভ জোরেশোরে এ কর্মসূচি পালিত হচ্ছে।