এজাজ আহম্মেদ:
জমকালো আয়োজন এর মধ্য দিয়ে পালিত হল স্টিল টাচ ইন্ডাস্ট্রিজের নববর্ষ ২০২৫ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। কুরআন তেলাওয়াত করেন পলিশ অপারেটর রাসেল শেখ। প্রতিবছরের ন্যায় এবারও স্টিল টাচ ইন্ডাস্ট্রিজ এর সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে গেঞ্জি বিতরণ, ক্যালেন্ডার ও নাস্তা, অত্র প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
এ সময় আরো বক্তব্য রাখবেন এডমিন স্যার মতিআর রহমান দৈনিক দেশের চিত্র একান্ত সাক্ষাৎকারে বলেন কর্মচারী কর্মকর্তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে কাজ করেন, তার কারণেই আমাদের মালের কোয়ালিটি ১০০% এ সময় স্বাগত বক্তব্য রাখেন ফিরোজ আহম্মেদ ফ্যাক্টরি ইন চার্জ, আনিসুল হক সিনিয়র ম্যানেজার (অপারেশন) মমিন স্যার সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সানোয়ার হোসেন ম্যানেজার একাউন্টিং, রাশেদুজ্জামান ম্যানেজার একাউন্টিং, এডমিন মতিআর স্যার, সলিড খন্দকার এসিস্ট্যান্ট ম্যানেজার, ইকরামুল হোসেন ইঞ্জিনিয়ার প্রোডাক্ট, সাকিবুল ইসলাম, সুরঞ্জিত খন্দকার স্টোর, এ সময় আরো বক্তব্য রাখেন টিউব সিনিয়র অপারেট মনির হোসেন, স্বাগত বক্তব্যর রাখেন এমডি মহোদয়ের পুত্র ডাইরেক্টর সাইফ শাহরিয়ার রাহুল। সর্বশেষে কেক কাটার মধ্য দিয়ে ২০২৫ নববর্ষ অনুষ্ঠান শেষ করা হয়।