মোঃ রবিউল ইসলাম হৃদয় :
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ৩৬ দিনের আন্দোলনে হাসিনার পতন হয়নি, এটি ছিল একটি ধারাবাহিক প্রক্রিয়া। বুধবার (২৬ মার্চ) কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোক্তারুজ্জামান।
রাশেদ খান বলেন, গণ অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে কেউ যদি দল গঠন করতে চাই এবং দাবি এই দল অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাহলে সেটা ঠিক হবে না। এই অভ্যুত্থানে সব দলমত, শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। তিনি আরও বলেন, এনসিপির বন্ধুরা বলছে বিচারের আগে নির্বাচন নয়। আমি তাদের বলবো ভারত যান। শেখ হাসিনাকে নিয়ে এসে ডিসেম্বরের আগে বিচার করেন। দেশের মানুষ খুশি হবে।
আওয়ামী লীগ করলেও নিরীহ কারও প্রতি অন্যায় না করার আহবান জানান রাশেদ খান। তিনি বলেন, যদি কেউ অন্যায় না করে থাকে, তাহলে তার প্রতিও কোনো অন্যায় করা যাবে না।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন গণ অধিকার পরিষদ কুষ্টিয়া শাখার আহ্বায়ক আব্দুল খালেক। কুষ্টিয়া গণ অধিকার পরিষদ আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল, কেন্দ্রীয় সহ কর্মসূচি ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, যুব অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি শাকিল আহম্মেদ তিয়াস, গণ অধিকার পরিষদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক তৌকির আহমেদ প্রমুখ।
এর আগে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থিত বুয়েট শিক্ষার্থী আররার ফাহাদের কবর জিয়ারত করেন রাশেদ খান। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।