জামাল উদ্দীন - কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে ২ বিজিবি অভিযান চালিয়ে ১০.৫ কেজি স্বর্ণালংকার,স্বর্ণের বার, বাংলাদেশি নগদ ৪,৭৮,২৪০ টাকা, মায়ানমার মুদ্রা ২,২৯,৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন সহ দুইজন কে আটক করেছে। ১৬ সেপ্টেম্বর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ পৌরসভা অলিয়াবাদ এলাকায় মায়ানমার হতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারিরা স্বর্ণের বড় চালান এবং মাদকদ্রব্য একটি বাড়িতে লুকায়িত রেখেছে।
উক্ত তথ্যের ভিত্তিতে টহলদল দ্রুত অলিয়াবাদ এলাকায় অবস্থান কালে সন্দেহভাজন একটি বাড়ি ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। কিন্তু বিজিবি’র উপস্থিতি বুঝতে পেরে বাড়িতে অবস্থানরত সন্দেহভাজন দুইজন ব্যক্তি স্বর্ণের দুইটি ব্যাগসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি টহলদল আটক করতে সক্ষম হয়।
আটককৃত ব্যাগের ভিতর থেকে ১১,কোটি ৫২ লক্ষ্য টাকা মূল্যমানের ১০.৫ কেজি বিভিন্ন প্রকার স্বর্ণালংকার, স্বর্ণের বার, বাংলাদেশি নগদ ৪,৭৮,২৪০টাকা, মায়ানমার মুদ্রা ২,২৯,৫০০ কিয়াত এবং ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মিয়ানমার সোদাপাড়া এলাকার মৃত ইউনুছ এর পুত্র মো. হাফিজুর রহমান (২৮) থানা- মংডু, জেলা-মংডু, মিয়ানমার। মিয়ানমার সোদাপাড়া এলাকার মৃত সুলতান এর পুত্র আনোয়ার (৩০) থানা- মংডু, জেলা-মংডু, মিয়ানমার।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, উদ্ধারকৃত স্বর্ণালংকার ও স্বর্ণের বার, বাংলাদেশি নগদ টাকা এবং মায়ানমার মুদ্রা কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারি শাখায়) জমা রাখা হয়েছে। আটককৃত ২ জন আসামিকে মোবাইল ফোনসহ তাদের বিরুদ্ধে সরকারি কর/শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে স্বর্ণ চোরাচালানের দায়ে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক: মো: আজাদ হোসেন, নির্বাহী সম্পাদক- সুজন মাহমুদ, কার্যালয়: বি,আই,ডি,সি, বাজার, জগতি, কুষ্টিয়া ৭০০২, সম্পাদক : ০১৭১১-২৭৭ ৬৫৩, নির্বাহী সম্পাদক - ০১৭১১- ৩৫৬ ২৯৬.