ইন্জি: মারুফ আহমেদ:
পোড়াদহ একটি সুপরিচিত ও ছিট কাপড়ের স্বনামধন্য বিজনেসের জায়গা। তাছাড়া পোড়াদহ জংশন এমন একটি রেইল স্টেশন যেখানে কানেক্টেড হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জেলা। কুষ্টিয়া শহর ও আশে পাশের কয়েকটি থানা থেকে যাতায়াতের একমাত্র মাঝপথ এই পোড়াদহ হারু মোড় ব্রিজ। দৈনিক কয়েক হাজার লোক এই পথে ব্যাবসাসহ বিভিন্ন যায়গায় যাতায়াত করে। অথচ ব্রিজটি আজ কয়েক মাস হলো নির্মাণাধীন ছিল,অবশেষে সরকার পতনের শেষ মূহুর্তে এসে ব্রিজের কাজটি সম্পূর্ণ স্থগিত হয়ে যায়। জনমত জরিপে জানা গেছে খালের পানির তীব্র স্রোতের কারণে কাজ বন্ধ রাখা হয়েছে, আবার অনেকে বলছে পানি কোন কাজের অন্তরায় হতে পারেনা তাই যদি হবে তাহকে নদীতে ব্রীজ নির্মাণ হয় কিভাবে।
তাছাড়া পোড়াদহ আইলচাড়া এই ব্রিজের পাশেই রয়েছে বিশাল পশুর হাট যেখানে গরু,ছাগল জমায়েতে ক্রেতা বিক্রেতারা পরছে সর্বোচ্চ চলাচল সংকটে। পরিশেষে পোড়াদহ জায়গা হিসেবে যে ভূমিকা পালন করে সেই মতে যাতায়াত ব্যাবস্হা এমন দূর্বল হবে সাধারণ জনগণ কখনই এটা আশা করেনি।দ্রুত ব্রিজের কাজ সম্পূর্ণ করার আহবান জানান ভোক্তভোগী সাধারণ জনগণ।
সম্পাদক ও প্রকাশক: মো: আজাদ হোসেন, নির্বাহী সম্পাদক- সুজন মাহমুদ, কার্যালয়: বি,আই,ডি,সি, বাজার, জগতি, কুষ্টিয়া ৭০০২, সম্পাদক : ০১৭১১-২৭৭ ৬৫৩, নির্বাহী সম্পাদক - ০১৭১১- ৩৫৬ ২৯৬.