ঢাকাশুক্রবার , ১১ এপ্রিল ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গোপসাগরে থেকে মালয়েশিয়া যাত্রাকালে ২১৪ রোহিঙ্গা উদ্ধার, ট্রলার জব্দ

azad
এপ্রিল ১১, ২০২৫ ১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:

বঙ্গোপসাগরে থেকে মালয়েশিয়া যাত্রাকালে ২১৪ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে ধরতে পেরেছে বাংলাদেশ নৌ বাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। এই রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্প থেকে পালিয়ে ট্রলারে উঠেছিল। এফভি কুলসুমা নামের ওই মাছ ধরার ট্রলারটিও জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতে বাংলাদেশ নৌবাহিনী সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগর থেকে তাদের আটক করে। মঙ্গলবার রাতে আইএসপিআরের সহকারি পরিচালকের পক্ষে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী।

আইএসপিআর জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি মাছধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা দুর্জয়’। তাৎক্ষণিকভাবে নৌবাহিনীর জাহাজ ‘এফভি কুলসুমা’ নামে ওই মাছধরার নৌকার কাছে পৌঁছায় এবং এর গতিপথ রোধ করে। ওই সময় নৌকাটি তল্লাশি করে ২১৪ জন যাত্রীকে আটক করা হয়। তাদের মধ্যে ১১৮ জন পুরুষ, ৬৮ জন নারী এবং ২৮ জন শিশু রয়েছে। আটক ব্যক্তিদের সবাই মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিক

এর আগে ট্রলারটি সোমবার দিবাগত মধ্যরাতে টেকনাফের শাপলাপুর এলাকা থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করে। ট্রলারসহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়েছে। আইএসপিআর বলছে, নৌকাটি ন্যূনতম জীবনরক্ষাকারি সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করেছিল, যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এই বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।