ঢাকাশুক্রবার , ২৪ জানুয়ারি ২০২৫
  1. #টপ৯
  2. #লিড
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উদ্যোক্তা
  7. কৃষি
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. গণমাধ্যম
  11. জাতীয়
  12. দেশজুড়ে
  13. ধর্ম
  14. নারী ও শিশু
  15. পজিটিভ বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায়এক যুগ পর আগামীকাল পৌর বিএনপির সম্মেলন

azad
জানুয়ারি ২৪, ২০২৫ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

দীর্ঘ এক যুগ পর আগামীকাল শুক্রবার (২৪ জানুয়ারি) পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপির সম্মেলন। সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৬৭ জন ভোটার (কাউন্সিলর) তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের নেতা নির্বাচিত করবেন। দলীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গুড়া পৌরসভার ৯টি ওয়ার্ড কমিটির সকল সদস্যই (ভোটার) কাউন্সিলর হিসেবে বিবেচিত হবেন। কাউন্সিলরদের সরাসরি ভোটে পৌর নেতা নির্বাচিত হবেন। প্রতিটি ওর্য়াড কমিটির সদস্য সংখ্যা ৭১ জন। তবে ৩ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সংখ্যা ৩১ জন এবং ৯ নং ওয়ার্ডে ৭৯ জন। মোট (ভোটার) কাউন্সিলরের সংখ্যা ৫৬৭ জন।

সম্মেলনে সভাপতি পদে পৌর বিএনপির আহবায়ক মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল আলম স্বপন, সাধারণ সম্পাদক পদে পৌর বিএনপির সদস্য সচিব মো. ছাইদুল ইসলাম বুরুজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহিনুর রহমান শাহিন, সাংগঠনিক সম্পাদক পদে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মোতালেব হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুস সালাম নূর, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম ও ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মধু সরকার।

পাবনা জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, সুষ্ঠ ও সুন্দরভাবে সম্মেলন সম্পন্ন করার জন্য দলের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিএনপির এই কাউন্সিলে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়ে দলকে আরও সুসংগঠিত করবে এবং আগামী দিনে তাঁরা সব আন্দোলন-সংগ্রামকে গতিশীল করবে। উল্লেখ্য, ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর ভাঙ্গুড়া পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। মো. রফিকুল ইসলাম আহবায়ক ও মো. ছাইদুল ইসলাম বুরুজকে সদস্য সচিব করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।