মোঃ মেহেদী হাসান – ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি:
ভাঙ্গুড়া উপজেলায় ২নং খান মরিচ ইউনিয়ন পরিষদে ১৯০০ জনের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। বুধবার ২৬শে মার্চ ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সকাল ১০টার দিকে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে খানমরিচ ইউনিয়ন পরিষদে বিনা মূল্যে ভিজিএফ খাদ্যশস্য(চাল) বিতরণ করা হয়। বাস্তবায়নেঃ দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তর,দূর্যোগ ব্যবস্হাপনা ও ত্রান মন্ত্রণালয়।আয়োজনেঃ২নং খানমরিচ ইউনিয়ন পরিষদ।
এই সময় উপস্হিত ছিলেন,যুবউন্নয়ন কর্মকর্তা মো.শামিম আহমেদ , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মনোয়ার হোসেন খাঁন মিঠু, সাবেক যুবদলের সভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মোঃ জয়নুল আবেদীন মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ, ইউপি সদস্য সাইদ, কিবরিয়া, ছাত্রদল নেতা মোঃ মেহেদী হাসান, যুবদল নেতা রফিকুল ইসলাম সহ প্রমূখ।