মোঃ মেহেদী হাসান – ভাঙ্গুড়া, পাবনা প্রতিনিধি:
ভাঙ্গুড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার সন্ধ্যায় সরকারী হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির সদস্য সচিব (ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর) পাবনা তিন এলাকার ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় নেতকর্মীরা অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক দেশনায়ক তারেক রহমানের বিশ্বস্ত কর্মী হিসেবে দেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
প্রধান অতিথি বক্তব্য শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে সকল মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাও.আশরাফুল ইসলাম ।