দেশের চিত্র ডেস্ক :
কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে ইঞ্জিনচালিত ভ্যানের (করিমন) চাপায় চার মাসের এক শিশু প্রা-ণ হারিয়েছে। শিশুটি ব্যাটারিচালিত একটি ভ্যানে তার মায়ের কোলে ছিল। সড়কের মোড় ঘোরার সময় সে কোল থেকে পড়ে যায়। এ সময় পেছন থেকে আরেকটি ভ্যান এসে শিশুটিকে চাপা দেয়। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আমতলা মোড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম নাঈম। সে চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের রিকশাচালক নাজমুল হোসেনের ছেলে।
এ ঘটনায় করিমন চালক আমিনুল ইসলামকে (৩৫) মারধর করে পুলিশে দিয়েছেন উপস্থিত লোকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত ভ্যানে চড়ে নাঈমের মা মালা খাতুন পাশের উপজেলা খোকসায় তাঁর বোনের বাড়িতে সুন্নতে খতনার অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় মালার স্বামী নাজমুল পাশেই বসা ছিলেন। আর শিশুটি ছিল তার মায়ের কোলে। ভ্যানটি আমতলা এলাকায় মোড় ঘোরার সময় কোল থেকে নাঈম সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, নাঈম আগেই মারা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘করিমন চাপায় এক শিশু মারা গেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন চালককে মারধর করে থানায় সোপর্দ করেছে। মামলা হলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’