মো:মামুন বিশ্বাস-মিরপুর প্রতিনিধি:
রবিবার(২৯ সেপ্টেম্বর) মিরপুর থানার ওসির মোস্তফা হাবিবুল্লাহ নেতৃত্বে এএসআই মামুনুর রশিদ, এএসআই শরিফুল ইসলাম ও এ এস আই বিপুল হোসেন সঙ্গীয় ফোর্স মিরপুর থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালে ঝিনাইদহ জিআর-১৪৫/২৩ এর ওয়ারেন্টভুক্ত আসামী সম্রাট @ নয়ন এবং মিরপুর জিআর-৩৬৮/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ তুহিনকে পরোয়ানা মূলে গ্রেফতার করেন। ঘটনা সত্যতা নিশ্চিত করে ওসি মোস্তফা হাবিবুল্লাহ পিপিএম বলেন, মিরপুর থানা এলাকার অপরাধ নির্মূলে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখার জন্য উক্ত অভিযান অব্যহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: আজাদ হোসেন, নির্বাহী সম্পাদক- সুজন মাহমুদ, কার্যালয়: বি,আই,ডি,সি, বাজার, জগতি, কুষ্টিয়া ৭০০২, সম্পাদক : ০১৭১১-২৭৭ ৬৫৩, নির্বাহী সম্পাদক - ০১৭১১- ৩৫৬ ২৯৬.