এজাজ আহম্মেদঃ
পথ যেন হয় শান্তির মৃত্যুর জন্য নয়” এই শ্লোগানকে সামনে রেখে বেপরোয়া যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক যান নিশ্চিতকরণ এবং সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় বটতৈল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খালিদ হাসান সিপাই এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ও বিএনপির নেতা গোলাম কবির, জাতীয় মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আ স ম মোস্তফা কামাল, তৃণমূল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম মনো, মাওলানা নজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ রাস্তায় যানজট ও সড়ক দূর্ঘটনা এড়াতে দিনের বেলায় কুষ্টিয়া শহরে অবৈধ যান ট্রলিসহ অনিয়মতান্ত্রিকভাবে চলাচলকারী গাড়ী বন্ধের দাবী জানান।
এছাড়াও জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান।
কুষ্টিয়ার সর্বস্তরের জনসাধারণকে অংশ গ্রহণ করার আহবান জানিয়েছেন ।
সম্পাদক ও প্রকাশক: মো: আজাদ হোসেন, নির্বাহী সম্পাদক- সুজন মাহমুদ, কার্যালয়: বি,আই,ডি,সি, বাজার, জগতি, কুষ্টিয়া ৭০০২, সম্পাদক : ০১৭১১-২৭৭ ৬৫৩, নির্বাহী সম্পাদক - ০১৭১১- ৩৫৬ ২৯৬.