তৌকির আহম্মেদ:
কুষ্টিয়ার সুনামধন্য বহুল আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের আয়োজনে ১লা নভেম্বর শুক্রবার দিনব্যাপী ‘শীতের রঙে ক্যানভাস’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৪ আয়োজন করা হয়। সেখানে রেজিস্ট্রেশন ও আসন গ্রহণ সকাল ৯টা ৩০ মিনিট চিত্রাঙ্কন সকাল ১০ থেকে ১১ টা পর্যন্ত এবং পুরস্কার বিতরণী বিকেল ৩টা হতে ৪ টা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ১৫০ জন কোমলমতি শিক্ষার্থীদের ফ্রি রেজিস্ট্রেশনের মধ্যে দিয়ে গ্রুপের এর চিত্রাঙ্কন বিষয়ে প্লে-কেজি – ইচ্ছেমত, ১ম-২য় শ্রেণি – শীতের গ্ৰামবাংলা, ৩য়-৪র্থ শ্রেণি – শীতের শহর, ৫ম-৬ষ্ঠ শ্রেণি- শীতের গ্ৰামীণ জীবন, ৭ম-১০ম শ্রেণি – বিলুপ্তির পথে শীতের ছোঁয়া এবং পুরস্কার প্রত্যেক গ্রুপের ১ম, ২য়, ও ৩য় স্থান অধিকারী’র জন্য ক্রেস্ট ও সার্টিফিকেট। এছাড়াও প্রত্যেক অংশ গ্রহণকারীর জন্য ছিল সার্টিফিকেট ও শুভেচ্ছা প্রদানের ব্যবস্থা। স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের প্রিন্সিপাল স্যার এ্যাডভোকেট আব্দুর রহমান খান এর সভাপতিত্বে ও সার্বিক ভাবে আয়োজক ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করেন জুবায়ের আলম রাজ, ফাতেমা আক্তার এবং প্রীতিয়ারা খাতুন।
প্রীতিয়ারা খাতুনের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে আসন অলংকৃত করেছেন যশোর বেনাপোল গ্লোবাল ইসলামি ব্যাংক লিঃ এর ম্যানেজার সাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান, স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের সহকারী প্রধান শিক্ষিকা সুমি খাতুন, কুষ্টিয়া আলিফ আর্ট স্কুল এর পরিচালক এবং বিশিষ্ট চিত্রশিল্পী নূর আলম ইউনুস, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক (অব:) প্রধান শিক্ষক ও বিশিষ্ট চিত্রশিল্পী এনামুল কবির, দিন ব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় যাঁরা বিজয়ী হোন প্রথম ক-গ্ৰুপে ১ম স্থান অর্জন করে সলিল আয়মান তাজওয়ার, ২য় স্থান অর্জন করে ধরিত্রী, ৩য় স্থান অর্জন করে আনিশা তাসনিম সারা, খ-গ্ৰুপে ১ম পুরস্কার অর্জন করে জুনায়েদ জিম, ২য় অর্জন করে ফারিয়া আহমেদ রেজা, ৩য় স্থান অর্জন করে আলিমা আলম, গ-গ্ৰুপের ১ম স্থান অর্জন করে তাসফিয়া হোসাইন, ২য় স্থান অর্জন করে দ্বিদত্ব বহুব্রীহি, ৩য় স্থান অর্জন করে আদওয়া জান্নাত, ঘ-গ্ৰুপে ১ম স্থান অর্জন করে নাবিলা সুলতানা, ২য় স্থান অর্জন করে জান্নাতুল নাভিয়া, ৩য় দানিয়ান ইসলাম, ঙ-গ্ৰুপে ১ম স্থান অর্জন করে ফাহিম ফয়সাল, ২য় স্থান তারিনা ইসলাম অর্পি, ৩য় স্থান অর্জন করে স্নেহা সানজানা।
পরিশেষে সকল শিক্ষার্থী ও তাদের অভিভাবকের উপস্থিতিতে স্কুলের সুযোগ্য প্রিন্সিপাল সকলের শিক্ষার মান-মর্যাদার উপর গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যে দিয়ে স্কুল অব লরিয়েটস ইন্টারন্যাশনালের আয়োজনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা ব্যক্ত করে সমাপ্তি শেষ করেন।